কৃষিবিদ গ্রম্নপ রিয়েল এস্টেট (কেজিআরই) অত্যন্ত আনন্দের সঙ্গে কৃষিবিদ গ্রম্নপের হেড অফিসের ৮ম তলায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে একক আবাসন মেলা উদ্বোধন ঘোষণা করেছে। সপ্তাহব্যাপী মেলা ১ থেকে ৭ ডিসেম্বর প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত কৃষিবিদ গ্রম্নপের প্রধান কার্যালয়ে চলবে। জাঁকজমকপূর্ণ মেলার উদ্বোধন করেন কৃষিবিদ গ্রম্নপের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মো. আলী আফজাল, ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ গ্রম্নপ, ড. মো. আলমগীর, উপ-ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ গ্রম্নপ; এবিএম সালাহউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, গেস্নারিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড; মো. আলিকরিম বিশ্বাস, ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড এবং মো. মোস্তাফিজুর রহমান, প্রকল্প পরিচালক, কৃষিবিদ সি প্যালেস। এছাড়া গেস্নারিয়াস ল্যান্ডস এন্ড ডেভেলপমেন্টস লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং হেড মো. আরিফ খান এবং কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং হেড হাসান আশেক মাহমুদ ও কৃষিবিদ গ্রম্নপের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। বিজ্ঞপ্তি