বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

এমটিবি বিএম ও বামেলকো সম্মেলন

  ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
এমটিবি বিএম ও বামেলকো সম্মেলন
এমটিবি বিএম ও বামেলকো সম্মেলন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি), মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ সবার অবগতির জন্য প্রতি বছরের ন্যায় এ বছরও গত ২৩ নভেম্বর 'শাখা ব্যবস্থাপক (বিএম) এবং শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (বামেলকো) সম্মেলন' আয়োজন করেছে। সম্মেলনে শাখা ব্যবস্থাপকবৃন্দ, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১২০ জন স্বশরীরে ও ২৫০ জন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান (ভারপ্রাপ্ত), একেএম এহসান। এমটিবি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে সকলকে স্বাগত জানান। বিএফআইইউ'র অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ মোক্তার হোসেন ও যুগ্ম পরিচালক, দিলীপ চন্দ্র দাস এই অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে এমটিবি'র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা কমিটি এবং সেন্ট্রাল কমপস্নায়েন্স কমিটি (সিসিসি)-এর সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। এমটিবি'র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, রেইস উদ্দীন আহ্‌মাদ অনুষ্ঠানটি সঞ্চালন করেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে