আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বিএইচটি ইন্ডাস্ট্রিজের মধ্যে চুক্তি
প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি. এবং বিএইচটি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এবং বিএইচটি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী এবং বিএইচটি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মাশরিফুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ব্যাংকের পেরোল প্রিভিলেজ সার্ভিস (এপিপিএস) এর বিশেষ সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি