উদ্‌যাপিত হলো মোংলাবন্দরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
পহেলা ডিসেম্বর বাংলাদেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলাবন্দরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫০ সালের ২৯ সেপ্টেম্বর গেজেট নোটিফিকেশন বলে পহেলা ডিসেম্বর চালনা পোর্ট নামে এই বন্দর প্রতিষ্ঠা লাভ করে। ১৯৮৭ সালের পোর্ট অব চালনা অথরিটি অ্যাক্ট অনুসারে প্রথমে চালনা বন্দর কর্তৃপক্ষ এবং পরে মোংলা পোর্ট অথরিটি নামে প্রতিষ্ঠা লাভ করে। ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে রাত ১-১ মিনিটে বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি সব জাহাজে এক মিনিট বিরতিহীন হুইসেল বাজানো হয়। বন্দরের সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে বন্দরের সদর দপ্তর হতে বন্দরের জেটি ফটক পর্যন্তর্ যালির আয়োজন করা হয়। মোংলাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বেলুন উড়িয়ে দিবসের উদ্‌যাপন করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বন্দরের ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, সদস্য (হারবার ও মেরিন), কাজী আবেদ হোসেন, সদস্য (অর্থ) (যুগ্মসচিব), ড. এ. কে. এম. আনিসুর রহমান, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) (যুগ্মসচিব), কালাচাঁদ সিংহ (যুগ্মসচিব), পরিচালক (বোর্ড), মো. নুরুজ্জামান (উপসচিব), পরিচালকসহ (প্রশাসন) বন্দরের বিভাগীয় প্রধান ও বন্দরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বন্দর ব্যবহারকারীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। বিজ্ঞপ্তি