জাপান'স এনার্জি ফর অ্যা নিউ এরা [জেরা] হলো- জাপানের বৃহত্তম বিদু্যৎ উৎপাদন ও শক্তি কোম্পানি; যার বর্তমান উৎপাদন ক্ষমতা কমবেশি ৬১,০০০ মেগাওয়াট। এর মধ্যে জাপানে (যা জাপানের বিদু্যতের ৩০%) এবং বিদেশি বিশেষ করে ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশে ১৩,৭০০ মেগাওয়াট বিদু্যৎ উৎপাদন করছে। জাপানিজ এই প্রতিষ্ঠান জেরা কো. ইন্টারন্যাশনাল তাদের অধীন বিদু্যৎকেন্দ্রগুলোতে এলএনজি সরবরাহ করে। জেরা এই খ্যাতে প্রায় ৩৫ এমটিপিএ এলএনজি সরবরাহ করে। যা বিশ্বের অন্যতম বৃহত্তম ছয়টি আপস্ট্রিম প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে। পাশাপাশি তারা ১৫টি দেশে এলএনজি সরবরাহ করছে।
২০১৯ সালে জাপানের জেরা ভারতীয় রিলায়েন্সের সঙ্গে সম্পৃক্ত হয়ে মেঘনাঘাট ৭১৮ মেগাওয়াট পাওয়ার পস্ন্যান্টের অধিগ্রহণ করে। এখন পর্যন্ত এই প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। এই প্রকল্পটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসভিত্তিক আইপিপি। প্রকল্পটিতে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জাইকার মতো বেসরকারি খাতের উন্নয়ন ব্যাংক), এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (বাংলাদেশের অন্যতম বৃহৎ দাতা ব্যাংক) এর উলেস্নখযোগ্য বিনিয়োগ রয়েছে। বিজ্ঞপ্তি