সাউথইস্ট ব্যাংক ও বেঙ্গল গস্নাসের মধ্যে সমঝোতা স্মারক সই

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
সাউথইস্ট ব্যাংক পিএলসি. সম্প্রতি ব্যাংকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে বেঙ্গল গস্নাস ওয়ার্কস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে বেতন প্রদান পরিষেবাকে সহজতর ও উন্নত করার জন্য পে-রোল ব্যাংকিং সলু্যশন, ডেবিট কার্ড এবং এটিএম সুবিধাসহ অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান করা হবে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন এবং বেঙ্গল গস্নাস ওয়ার্কস লিমিটেডের নির্বাহী পরিচালক খন্দকার গিয়াসউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। এই চুক্তির আওতায় বেঙ্গল গস্নাস ওয়ার্কস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর পে-রোল ব্যাংকিং সেবার মাধ্যমে তাদের বেতন এবং অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। এ ছাড়াও, কার্ডধারীরা এটিএম থেকে নগদ উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস) লেনদেন, ই-কমার্স পেমেন্ট, ফান্ড ট্রান্সফার এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে অর্থ যোগ করার মতো বিস্তৃত সেবার সুবিধা উপভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি