'অন্তর্ভুক্তির অথনীতিতে এজেন্ট ব্যাংকিং' প্রতিপাদ্য নিয়ে ব্যাংক এশিয়া পিএলসি গত ২৩ নভেম্বর টাঙ্গাইলের বু্যরো ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট'-এ 'এজেন্ট ব্যবসা সম্মেলন -২০২৪' আয়োজন করে। ব্যাংকের বোর্ড রিক্স ম্যানেজমেন্ট কমিটি ও অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম. এ. বাকী খলীলী কনফারেন্সের প্রধান অতিথি এবং ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর. কে. হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক-ক্যামেলকো ও চ্যানেল ব্যাংকিং প্রধান জিয়াউল হাসান সভায় সভাপতিত্ব করেন। মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, সিরাজগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা অঞ্চলের ব্যাংকের এজেন্ট এবং শাখা প্রধানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি