সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয় ঢাকা আয়োজিত 'মিট দ্য বরোয়ার ও গ্রাহক সমাবেশ' অনুষ্ঠানে খেলাপি ঋণ আদায়, নতুন ঋণ বিতরণ ও বৈদেশিক রেমিট্যান্স আহরণ সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে ২৫ নভেম্বর অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস ও কাজী মো. ওয়াহিদুল ইসলাম। স্থানীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী কর্মকর্তা ও গ্রাহকরা অংশ নেন। বিজ্ঞপ্তি