সোনালী ব্যাংক পিএলসি দরিদ্র মেধাবী, অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চলের মেধাবী, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির জন্য আবেদন চেয়েছে। গত বুধবার থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত।
আবেদনের যোগ্যতা: ২০২৩ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত অথবা ২০২৩ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এইচএসসি/সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী কোটায় শিক্ষার্থীর ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ ৪.৫০, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীর ক্ষেত্রে জিপিএ ৪.৫০ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে নূ্যনতম জিপিএ ৩.৫০ প্রাপ্ত হতে হবে।