শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

এক সপ্তাহে ১২ হাজার কোটি টাকা লোকসানে বিনিয়োগকারীরা

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
এক সপ্তাহে ১২ হাজার কোটি টাকা লোকসানে বিনিয়োগকারীরা

সপ্তাহের ব্যবধানে ১২ হাজার কোটি টাকা লোকসানে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। গত সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে চার কর্মদিবসই পতন হয়েছে। একদিন নামমাত্র সূচক বেড়েছে। কমেছে টাকার অংকে লেনদেনও। এতে নতুন করে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে।

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার অর্থাৎ ১৭ নভেম্বর লেনদেন শুরুর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৪ হাজার ৬৭৮ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে বাজার মূলধন হয় ৬ লাখ ৬২ হাজার ৭১৯ কোটি ১২ লাখ ৯১ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের ১১ হাজার ৯৫৯ কোটি ৮১ লাখ ৯৯ হাজার টাকা লোকসান হয়েছে।

এ ছাড়া সপ্তাহের প্রথম দিন লেনদেন শুরুর আগে ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৩৫৫ পয়েন্টে। আর সপ্তাহের শেষ কর্মদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক হয় ৫ হাজার ১৯৭ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে ডিএসইএক্স সূচক ১৫৮ পয়েন্ট কমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারকে স্থায়ী স্থিতিশীলতায় ফেরাতে নানা উদ্যোগ নিচ্ছেন নিয়ন্ত্রক সংস্থা। নিয়ন্ত্রক সংস্থার নানা উদ্যোগের পরও বাজারের প্রতি আস্থা ফিরছে না বিনিয়োগকারীদের। শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীরাই নয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও অনেকটা নিষ্ক্রিয় রয়েছে। বাজারকে তার নিজস্ব রূপে ফেরাতে সব ধরনের বিনিয়োগকারীদের বাজারে ফিরে আসতে হবে। আর নিয়ন্ত্রক সংস্থাগুলোর নানা উদ্যোগ শুধু কাগজে কলমে থাকলেই হবে না, তার বাস্তবায়ন ঘটাতে হবে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৮ পয়েন্ট বা ২.৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫,১৯৭.৫৮ পয়েন্টে। সপ্তাহটিতে লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৭২টির দর বেড়েছে, ২৮৭টির দর কমেছে, ২৩টির দর অপরিবর্তিত ছিল এবং ৩১টির লেনদেন হয়নি।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৪ কোটি ৭৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১৭ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১২ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬০ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে ব্যাংকটির প্রতিদিন গড়ে ১১ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.৪৪ শতাংশ।

এ ছাড়া প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ১১ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১১ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ১১ কোটি ২ লাখ ৭০ হাজার টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকা ও বেক্সিমকো ফার্মার ১০ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে