এনসিসি ব্যাংক পিএলসি'র উদ্যোগে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ১০০ জন নারী উদ্যোক্তার জন্য তিন দিনব্যাপী 'নারীদের ক্ষমতায়নে আর্থিক শিক্ষা ও কারিগরি দক্ষতা বিষয়ক' প্রশিক্ষণ কোর্স সম্প্রতি বগুড়ার গ্রাম উন্নয়ন কর্ম (গাক) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান প্রধান অতিথি হিসেবে এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শামসুল আরেফিন গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে ৫ জন নারী উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ করেন। বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজার সভাপতিত্বে এ সময় বগুড়া জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি