নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন থিজ উডস্ট্রা এবং সিনিয়র পলিসি অ্যাডভাইজর মুশফিকা জামান সাতিয়ার টঘঈউঋ এর ডওঘএ প্রোগ্রামের আওতায় কর্মসংস্থান ব্যাংক ঠাকুরগাঁও জেলায় স্পেশাল রিভলবিং গ্র্যান্ড ফান্ড সংক্রান্ত কার্যক্রম ২০ নভেম্বর সরেজমিন পরিদর্শন করেন। এসময়ে তারা ঠাকুরগাঁও জেলায় এ কর্মসূচির নারী উদ্যোক্তা এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালীন উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মুখলেছুর রহমান। বিজ্ঞপ্তি