সাউথইস্ট ব্যাংক ও বিডিজবসের মধ্যে সমঝোতা স্মারক

প্রকাশ | ২০ নভেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
সাউথইস্ট ব্যাংক পিএলসি. বেতন, অর্থপ্রদান, সংগ্রহ এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য বিডিজবস ডটকম লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ঢাকায় সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং বিডিজবস ডটকম লিমিটেডের মহাব্যবস্থাপক, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, মো. মোসাদ্দিক বিন কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। বিজ্ঞপ্তি