বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

পূবালী ব্যাংকের মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

  ২০ নভেম্বর ২০২৪, ০০:০০
পূবালী ব্যাংকের মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন
পূবালী ব্যাংকের মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

২০২২-২৩ অর্থবছরের কার্যক্রমের ভিত্তিতে ্তুঊীপবষষবহপব রহ গধংঃবৎপধৎফ উবনরঃ ইঁংরহবংং (ওহঃবৎহধঃরড়হধষ) ২০২৩-২৪্থ এবং 'ঊীপবষষবহপব রহ গধংঃবৎঈধৎফ ইঁংরহবংং এৎড়ঃিয (অপয়ঁরৎরহম) ২০২৩-২৪্থ ক্যাটাগরিতে মাস্টারকার্ড 'এক্সিলেন্স অ্যাওয়ার্ড' অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি। আর্থিক অন্তর্ভুক্তি প্রসারের মাধ্যমে শক্তিশালী ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার অবদানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড কর্তৃক এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। পূবালী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী ব্যাংকের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে