বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে নতুন ডিএমডি

  ২০ নভেম্বর ২০২৪, ০০:০০
আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে নতুন ডিএমডি
এসএম আবু জাফর

এসএম আবু জাফর আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি- এ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে ২০২১ সাল থেকে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে উত্তরা মডেল টাউন শাখায় দায়িত্ব পালন করছিলেন। আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে যোগদানের পূর্বে তিনি এক্সিম ব্যাংক এবং ইউসিবিএল ব্যাংক এ গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

এসএম আবু জাফর এক্সিম ব্যাংকে ২০০০ সালে ম্যানেজমেন্ট ট্র্রেইনি হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৪ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে শাখা পর্যায়ে বৈদেশিক বাণিজ্য প্রধান, অপারেশন ম্যানেজার এবং ৩টি গুরুত্বপূর্ণ কর্পোরেট ও এডি শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। সফলতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তিনি ৩ (তিন) বার 'চেয়ারম্যানস্‌ গোল্ড মেডেল' অ্যাওয়ার্ড- এ ভূষিত হন। এছাড়াও ২০১৭ সালে তিনি শুদ্ধাচার পুরস্কার লাভ করেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে