ইস্টার্ন ব্যাংকের নরসিংদীতে আর্থিক লিটারেসি কর্মসূচি

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
গত ১২ নভেম্বর লিড ব্যাংক হিসেবে নরসিংদী শহরের রয়্যাল প্যালেস কনভেনশন হলে আর্থিক লিটারেসি এবং উন্মুক্ত চেক বিতরণ প্রোগ্রামের আয়োজন করে ইস্টার্ন ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের আর্থিক লিটারেসি প্রোগ্রামের অধীন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকদের হাতে বিভিন্ন ব্যাংকের ১৫টি চেক তুলে দেওয়া হয়। ২৬টি ব্যাংকের ব্যবস্থাপক ও প্রতিনিধি এবং প্রায় ১৫০ জন অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের পরিচালক মো. ইকবাল মহসীন। তিনি তার বক্তব্যে আর্থিক লিটারেসির বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার। বিজ্ঞপ্তি