আনোয়ারায় এনসিসি ব্যাংকের 'বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ'
প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩০০ প্রান্তিক চাষির মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করেছে। এনসিসি ব্যাংকের পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক চাষিদের মধ্যে সরিষাহর বিভিন্ন সবজির বীজ এবং ব্যাকপ্যাক স্প্রেয়ার বিতরণ করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. মনিরুল আলমের সভাপতিত্বে আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বিশেষ অতিথি ছিলেন। ইভিপি এবং চট্টগ্রাম অঞ্চলের প্রধান আলী তারেক পারভেজ ও আনোয়ারা শাখার ব্যবস্থাপক এস.এম মইন উদ্দীন আজাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ছিলেন। বিজ্ঞপ্তি