সিলেটে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
কর্মসংস্থান ব্যাংক কর্তৃক গৃহীত ১০০ দিনের বিশেষ কর্মসূচি উপলক্ষে সিলেট, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং ২য় কর্মকর্তাগণের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা ১৭ নভেম্বর ২০২৪ তারিখ হোটেল নূরজাহান গ্র্যান্ড, সিলেটে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এএফএম মতিউর রহমান। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান মুহাম্মদ মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ রায়, ঋণ আদায় বিভাগের বিভাগীয় প্রধান মো. মোমতাজ উদ্দিন, বোর্ড সচিব মো. ইকবাল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি