বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

দুই দিনের ব্যবধানে সোনার দাম কমছে ভরিতে ১৬৮০ টাকা

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
দুই দিনের ব্যবধানে সোনার দাম কমছে ভরিতে ১৬৮০ টাকা

দুই দিনের ব্যবধানে সোনার দাম ভরিতে কমছে ১ হাজার ৬৮০ টাকা। এতে করে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৩৪ হাজার টাকা। সোনার নতুন দাম শুক্রবার থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার রাতে সোনার দাম কমানোর এই ঘোষণা দিয়েছে। এতে বলা হয়, সোনার দাম কমলেও রুপার দাম কমছে না। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকাই থাকছে।

এর আগে জুয়েলার্স সমিতি গত বুধবার সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ৫৭৮ টাকা কমিয়েছিল। গতকাল শুক্রবার থেকে কমছে আরও ১ হাজার ৬৮০ টাকা। তার মানে গত তিন দিনে সোনার দাম দুই দফায় কমছে ৪ হাজার ২৫৮ টাকা।

জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, দাম কমায় হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকায় বিক্রি হবে। প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১০ হাজার ৬২ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ৯০ হাজার ২৩৩ টাকা।

বৃহস্পতিবার পর্যন্ত বাজারে ২২ ক্যারেট সোনার ভরির দাম ছিল ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট ১ লাখ ২৯ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ১১ হাজার ৪২৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯১ হাজার ৪১১ টাকায় বিক্রি হয়েছে। তবে শুক্রবার থেকে ২২ ক্যারেটে ভরিপ্রতি ১ হাজার ৬৮০ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৫৯৮ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৩৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ১৭৮ টাকা কমবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে