রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সোনালী ব্যাংকের পর্ষদের নতুন পরিচালক হলেন আসিফ-জাহাঙ্গীর

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
সোনালী ব্যাংকের পর্ষদের নতুন পরিচালক হলেন আসিফ-জাহাঙ্গীর

সোনালী ব্যাংক পিএলসি'র পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকে অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ ও গোপাল চন্দ্র ঘোষকে অব্যাহতি দিয়েছে সরকার। একই সঙ্গে ড. আফিস নাইমুর রশিদ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ব্যাংকটির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত চারটি পৃথক নির্দেশনা জারি করা হয়েছে। এসব নির্দেশনায় সই করেছেন উপসচিব আফছানা বিলকিস।

কায়কোবাদকে অব্যাহতি দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদকে প্রত্যাহার করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে উলেস্নখ করা হয়েছে।

গোপাল চন্দ্র ঘোষকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে প্রত্যাহারের বিষয়েও একই তথ্য উলেস্নখ করা হয়েছে।

অপরদিকে, ড. আসিফ নাইমুর রশিদকে ব্যাংকটির পরিচালক করা সংক্রান্ত আদেশে বলা হয়েছে, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে ড. আসিফ নাইমুর রশিদকে তার যোগদানের তারিখ থেকে ৩ বছর মেয়াদে নিয়োগের লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর বিধান মোতাবেক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার অনুরোধ করা হলো। মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সোনালী ব্যাংকের পরিচালক করার জন্য দেওয়া আদেশেও একই তথ্য উলেস্নখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে