আইসিএমএবি বেস্ট কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) 'আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২৩' প্রতিযোগিতায় রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে 'গোল্ড অ্যাওয়ার্ড' লাভ করেছে সোনালী ব্যাংক পিএলসি। ২০২৩ সালের সব সূচকে ভালো অর্জনের জন্য রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে প্রথম স্থান অর্জন করায় সোনালী ব্যাংক পিএলসি এ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে। ১৪ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খানের হাতে এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। সংবাদ বিজ্ঞপ্তি