শুরু হতে যাচ্ছে 'ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪'। ১২ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে দ্বিতীয়বারে মতো আয়োজিত এ টুর্নামেন্টের ফিকশ্চার ড্র অনুষ্ঠিত হয়। ঢাকার ২৪টি, চট্টগ্রামের ১০টি এবং রাজশাহী ও খুলনার ৪টি করে মোট ৪২টি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দেশের ৪টি অঞ্চলকে মোট ৮টি গ্রম্নপে ভাগ করে ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম প্রতিটি গ্রম্নপে ৫টি, রাজশাহী ও খুলনায় প্রতিটি গ্রম্নপে ৪টি করে দল এবং ঢাকায় প্রতিটি গ্রম্নপে ৬টি করে দল অংশ নেবে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুসারে পূর্বনির্ধারিত ফিকশ্চার অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সব ম্যাচ নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
'ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪' সুন্দর ও সফলভাবে আয়োজন করতে ঢাকার প্রথম আলোর কার্যালয়ের সভাকক্ষে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও ফুটবল দলের অধিনায়কদের নিয়ে ২৬ অক্টোবর মতবিনিময় সভা এবং বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার, কোচ, সংগঠক ও সাংবাদিকদের নিয়ে গঠিত টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যদের গত ২৭ অক্টোবর পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল। অনলাইনে নিবন্ধন কার্যক্রম ৩০ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলেছিল। ঢাকায় ৩৫টি, চট্টগ্রামে ১৪টি, খুলনা ও রাজশাহীতে ৪টি টুর্নামেন্টে অংশগ্রহণের মোট ৫৭টি আবেদন জমা পড়েছিল। গত বছর প্রথমবারের মতো ঢাকার ২১টি, চট্টগ্রামের ৮টি ও কুমিলস্নার ৩টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে মোট ৩২টি দলের অংশগ্রহণে 'ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩' আয়োজন করা হয়েছিল। আয়োজনটিতে চ্যাম্পিয়ন হয়েছিল গণবিশ্ববিদ্যালয় এবং রানার্সআপ ছিল ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিজ্ঞপ্তি