অনবদ্য ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে দেশের তরুণদের ক্ষমতায়নের লক্ষে একটি উদ্ভাবনী ডিজিটাল লাইফস্টাইল প্যাক 'রাইজ' চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। তরুণদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সরকারের লক্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে 'রাইজ' প্যাকটি চালু করা হয়েছে। এ প্যাকের মাধ্যমে তরুণরা 'রাইজ' নামের এআই-সমৃদ্ধ অ্যাপে এক্সেস পাবেন। যার মাধ্যমে এআই-সমর্থিত বিভিন্ন টুলস, ফিচার ও প্রয়োজনীয় রিসোর্সের মাধ্যমে নিজেদের বিকাশ ঘটাতে পারবেন।
এ উপলক্ষে গত রোববার এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 'রাইজ' অ্যাপটির উদ্ভাবনী সকল ফিচার এবং এআই-সমর্থিত টুলস ও এর সম্ভাবনা সবার সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, স্বনামধন্য অতিথিবৃন্দ, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানটির ব্যবসায়িক অংশীদাররা। বিজ্ঞপ্তি