মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

দেড় বছর পর শুরু হলো চাল আমদানি

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১২ নভেম্বর ২০২৪, ০০:০০
দেড় বছর পর শুরু হলো চাল আমদানি

টানা ১ বছর ৭ মাস ১০ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের চালু হলো ভারত থেকে চাল আমদানি। আমদানি শুরুর ফলে দেশের বাজারে দাম কমে আসবে দাবি আমদানিকারকদের।

সোমবার দুপুর ১২টার দিকে ভারত থেকে চাল বোঝাই ট্রাক প্রবেশ শুরু হয়। তিনটি ট্রাকে প্রায় ১২০ টন চাল আমদানি হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ থেকে ঋত্বিক এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব চাল আমদানি করেছে।

আমদানিকৃত প্রতি কেজি চাল ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হবে বলে জানান ব্যবসায়ীরা।

আমদানিকারকরা জানান, দেশের বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় চাল আমদানি শুরু হয়েছে।

ভারতও চাল রপ্তানিতে মূল্য উন্মুক্ত করে দেওয়ায় আমদানি বাড়বে এবং দেশের বাজারে দাম দ্রম্নত নিয়ন্ত্রণে আসবে আশা করা হচ্ছে।

হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, এই বন্দরের ১০ থেকে ১৫ জন আমদানিকারক এখন পর্যন্ত ৩০ থেকে ৩২ হাজার টন চাল আমদানির আইপি অনুমতি পেয়েছে। ২০২৩ সালের ৩০ মার্চ সর্বশেষ এই বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে