সাউথইস্ট ব্যাংক গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর

প্রকাশ | ১২ নভেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
সাউথইস্ট ব্যাংক পিএলসি., মারমা কম্পোজিট লিমিটেডের মৃত কর্মচারীদের পরিবারের কাছে সাউথইস্ট ব্যাংক 'বেতন কার্ড' এর গ্রম্নপ ইন্সু্যরেন্স কভারেজের অধীনে তিনটি চেক হস্তান্তর করেছে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, মারমা কম্পোজিট লিমিটেডের মৃত কর্মচারীদের পরিবারের কাছে তিনটি চেক হস্তান্তর করেছেন। সাউথইস্ট ব্যাংকের 'বেতন কার্ড' হলো একটি প্রিপেইড কার্ড, যা বিশেষভাবে কর্পোরেট সংস্থাগুলোর কর্মীদের বেতন এবং অন্যান্য সুবিধা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। এর পাশাপাশি কার্ডধারীরা গ্রম্নপ ইন্সু্যরেন্স কভারেজ সুবিধা লাভ করতে পারেন। এই কার্ডটি আরএমজি এবং অন্যান্য কর্পোরেট সেক্টরে মজুরি বিতরণের জন্য একটি সহজ এবং স্মার্ট সমাধান। 'বেতন কার্ডধারীরা' যেকোনো এটিএম, পয়েন্ট অফ সেলস, ই-কমার্স ব্যবহার, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস থেকে এড-মানি সুবিধাসহ, এসইবিপিএলসি অ্যাপের মাধ্যমে অন্যান্য ভ্যালু-অ্যাডেড পরিষেবা পেতে পারেন। বিজ্ঞপ্তি