বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সোনালী ব্যাংক ও প্রাইম ব্যাংকের মধ্যে চুক্তি

  ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০
সোনালী ব্যাংক ও প্রাইম ব্যাংকের মধ্যে চুক্তি

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার 'সোনালী পেমেন্ট গেটওয়ে'তে যুক্ত হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। 'সোনালী পেমেন্ট গেটওয়ে' ব্যবহার করে প্রাইম ব্যাংকের মোবাইল অ্যাপ 'গু চৎরসব' এবং ইন্টারনেট ব্যাংকিং পোর্টালের মাধ্যমে গ্রাহকদের চালান, ইউটিলিটি বিল, সর্বজনীন পেনশনের কিস্তি এবং বিভিন্ন সেবার বিপরীতে নির্ধারিত ফি চার্জ অনলাইনে পরিশোধে সোনালী ব্যাংক ও প্রাইম ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৬ নভেম্বর সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাসের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের পক্ষে মো. মনিরুজ্জামান এবং প্রাইম ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম আনোয়ার চৌধুরী। অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খান ও প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফজলে রাব্বিসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে