শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

রাশিয়ার তেলের দাম বাস্তবায়নে কঠোর হবে জি-৭

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০
রাশিয়ার তেলের দাম বাস্তবায়নে কঠোর হবে জি-৭

রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে আরও কঠোর হওয়ার অঙ্গীকার করেছে পশ্চিমা দেশগুলো। জি-৭ ভুক্ত ধনী দেশগুলোর অর্থমন্ত্রীরা বলেছেন, রাশিয়াকে বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছে, তা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইউক্রেনে হামলার চালানোর পর রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। বিশেষ করে রাশিয়ার তেলের দাম বেঁধে দিয়েছিল জি-৭ বা ধনী দেশগুলো। কিন্তু রাশিয়া তার চেয়ে বেশি দামে রপ্তানি করছে বলে অভিযোগ আছে। এই পরিপ্রেক্ষিতে জি-৭ ভুক্ত দেশের অর্থমন্ত্রীরা আরও কঠোর হওয়ার অঙ্গীকার করেছেন। গতকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠকের পথ তারা এ কথা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে