ওয়ান ব্যাংক কর্তৃক 'মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ' শীর্ষক প্রশিক্ষণ

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
সম্প্রতি ওয়ান ব্যাংক পিএলসি-এর ট্রেনিং ইনস্টিটিউট কামরুল ইসলাম সিদ্দিক অডিটোরিয়াম, এলজিইডি ভবন, চট্টগ্রামে 'মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ' বিষয়ক এক দিনব্যাপী দুটি প্রশিক্ষণের আয়োজন করে। ব্যাংকের চট্টগ্রাম জোনের শাখা এবং উপশাখার সব কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এবং পরিচালক আরিফুজ্জামান যথাক্রমে ১৮ এবং ১৯ অক্টোবর প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। ওয়ান ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম চৌধুরী প্রশিক্ষণে সভাপতিত্ব করেন এবং মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কমপস্নায়েন্স সংক্রান্ত মূল্যবান বক্তব্য ও নির্দেশনা প্রদান করেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ অপারেশনস মির্জা আজহার আহমদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ডেপুটি মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা খন্দকার লিয়াকত আলী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ ট্রেনিং মোহাম্মদ মাসুদুল হক প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। বিজ্ঞপ্তি