শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

'স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৪' -এ লিড ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক

  ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০
'স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৪' -এ লিড ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক

স্কুলগামী শিক্ষার্থীদের ব্যাংকিং চ্যানেলে যুক্ত করে সঞ্চয়ে উৎসাহী করার লক্ষ্যে গত ২৬ অক্টোবর ময়মনসিংহে বাংলাদেশ ব্যাংকের পৃষ্ঠপোষকতায়, লিড ব্যাংক হিসেবে শরি'আহ্‌-ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে দেশের সব তফসিলি ব্যাংকের ময়মনসিংহে অবস্থিত শাখাসমূহের আয়োজনে 'স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৪' অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা টাউন হলে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের নির্বাহী পরিচালক মো. মাহবুবউল হক। ময়মনসিংহে অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখাপ্রধান এবং ৪২টি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কনফারেন্সে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের পরিচালক মো. এনামুল করিম খান ও বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান। সভায় বক্তারা স্কুলগামী শিক্ষার্থীদের কাছে ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয়ের সুবিধাসমূহ তুলে ধরেন ও ভবিষ্যৎ বিনিয়োগে অবদান রাখার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে