সাপ্তাহিক পুঁজিবাজার

২.৭% পয়েন্ট হারিয়েছে সূচক

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য রিপোর্ট
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ২ দশমিক ৭ শতাংশ কমেছে। দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ২ দশমিক ৭ শতাংশ কমেছে। এ সময় এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ১৪৩ পয়েন্ট কমে ৫ হাজার ১১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ২৫৮ পয়েন্টে। এছাড়া গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে প্রায় ৫১ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯৩০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে প্রায় ৩০ পয়েন্ট কমে ১ হাজার ১৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ১৭৪ পয়েন্ট। ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪১৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ২৭টির আর অপরিবর্তিত ছিল ৩০৬টির দর। এছাড়া লেনদেন হয়নি ১৭টির। গত সপ্তাহে সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি, ন্যাশনাল ব্যাংক ও রবির শেয়ার। ডিএসইতে গত সপ্তাহে মোট ১ হাজার ৬৯৩ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ২৭০ কোটি টাকা। খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২২ দশমিক ৭ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ১১ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। এছাড়া ৮ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল বস্ত্র খাত। আর তথ্য ও প্রযুক্তি খাতের দখলে ছিল ৬ দশমিক ১ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে সব খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল কাগজ, জীবন বীমা, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাত। এসব খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ১১ দশমিক ৯, ৯ দশমিক ৪, ৬ দশমিক ১ ও ৫ দশমিক ৯ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ৩ দশমিক ৫ শতাংশ কমে ১৪ হাজার ৩০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৮২১ পয়েন্টে। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে ৩ দশমিক ৪০ শতাংশ কমে ৮ হাজার ৭০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ৯ হাজার ১২ পয়েন্টে। সিএসইতে গত সপ্তাহে ৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ৩০ কোটি টাকা। গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ২৩৭টির আর অপরিবর্তিত ছিল ১৭টির বাজারদর।