চলতি সপ্তাহে জ্বালানি তেলের দাম ২% বাড়তে পারে

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম চলতি সপ্তাহে প্রায় ২ শতাংশ বৃদ্ধির পথে। গতকালও পণ্যটির দাম আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। এ খাতের ব্যবসায়ীরা এখনো মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে উদ্বেগে আছেন। তবে গাজায় যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল আগের দিনের তুলনায় ৩৩ সেন্ট বা দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৭৪ ডলার ৭১ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডবিস্নউটিআই) দাম বেড়েছে আগের দিনের তুলনায় ৩১ সেন্ট বা দশমিক ৪৪ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭০ ডলার ৫০ সেন্টে। জ্বালানি তেলের বাজারের বিনিয়োগকারীরা চীনের অর্থনৈতিক প্রণোদনার নীতি নিয়ে আরও স্পষ্ট তথ্যের জন্য অপেক্ষা করছেন।