ময়মনসিংহে কর্মসংস্থান ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২৪, ০০:০০

বিজ্ঞপ্তি
কর্মসংস্থান ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের যৌথ আয়োজনে ঝচঈঝঝঊঈচ কর্মসূচির আওতায় ময়মনসিংহ অঞ্চলের উদ্যোক্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভা ২৬ অক্টোবর ২০২৪ তারিখ ডিন কনফারেন্স কক্ষ, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ঝচঈঝঝঊঈচ-এর প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ঝচঈঝঝঊঈচ-এর পরিচালক কাজী তামান্না হক বিশেষ অতিথি ছিলেন। ওই অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের ঢাকা বিভাগীয় উপমহাব্যবস্থাপক মুহ. আকতার হোসেন প্রধানের সভাপতিত্বে অংশগ্রহণকারীদের নিয়ে লার্নিং সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক, ঝচঈঝঝঊঈচ-এর অতিরিক্ত পরিচালক রোজিনা আক্তার মুস্তাফী ও উপপরিচালক মো. মেহেদী হাসান সোহাগ। সভায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সঙ্গে ঝচঈঝঝঊঈচ কর্মসূচি বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। অতিথি আগত উদ্যোক্তাদের এ কর্মসূচির সুবিধা-অসুবিধা বিষয়ে অবগত হন এবং যথাযথ পরামর্শ প্রদান করেন। বিজ্ঞপ্তি