সাউথইস্ট ব্যাংকে 'ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন' ওয়ার্কশপ

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ অক্টোবর 'ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)' শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি হয়। এছাড়াও তিনি লোন বিতরণে এই সফটওয়্যার ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। উক্ত কর্মশালায় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর ট্রেনিং মিস সায়মা বানু, আইটি ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মো. এহসানুজ্জামানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা হতে আগত মোট ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে বিআরপিডি সার্কুলার নাম্বার ১৫/২০২৩-এর উপর বিশদ আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি