আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ইবনে সিনার মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রকাশ | ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি. এবং ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, উত্তরা এর মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী এবং ইবনে সিনা উত্তরার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স জিএম গোলাম মর্তুজা মাসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ব্যাংকের পেরোল প্রিভিলেজ সার্ভিস (এপিপিএস)-এর বিশেষ সুবিধা পাবেন। অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. মজিবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সুলতান মাহমুদ, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গাজী মোস্তাফিজুর রহমান, ইবনে সিনার ব্যবস্থাপক ও ইনচার্জ শফিকুল ইসলাম খান, মো. কামরুজ্জামান মিঞা এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি