নারী উদ্যোক্তাদের বাজার সম্প্র্রসারণে সহায়তার লক্ষ্যে, 'উদ্যোক্তারা মার্কেট অ্যাক্সেস প্রোগ্রাম'র আওতায় নিজেদের প্রধান কার্যালয়ে দুই দিনের উদ্যোক্তা মেলার আয়োজন করে ব্র্যাক ব্যাংক। ২৯-৩০ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিত এই মেলায় ২০ জন সফল নারী উদ্যোক্তার পণ্য প্রদর্শিত হয়, যারা এই প্রোগ্রামের মাধ্যমে নিজেদের ব্যবসাকে আরও সমৃদ্ধ করেছেন। ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। মেলায় স্থানীয়ভাবে তৈরি পাট এবং মাটির তৈরি হস্তশিল্প, হাতের সেলাই এবং বস্নক-বাটিক কাপড়, অর্গানিক খাদ্যসামগ্রী, ঐতিহ্যবাহী বাংলাদেশি জামদানি ও মসলিন, মনিপুরী ও সিল্কের শাড়ি, পোশাক এবং সুনিপুণ গয়নাসহ নানা পণ্য প্রদর্শিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ইমার্জিং কর্পোরেট ইন্দ্রজিৎ সুর, হেড অব উইমেন অন্ট্রপ্রেনরশিপ সেল খাদিজা মারিয়ম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বিজ্ঞপ্তি