এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্প্রতি পাবনার সুজানগর ও সাঁথিয়া উপজেলার মোট ৬০০ প্রান্তিক পেঁয়াজচাষিদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে। এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলমের সভাপতিত্বে পাবনার সুজানগর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. জামাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক পেঁয়াজচাষিদের মধ্যে পেঁয়াজের বীজ ও আমগাছের চারা বিতরণ করেন। এ সময় সুজানগর উপজেলা কৃষি অফিসার মো. রাফিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া সাঁথিয়া উপজেলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা-এর অধ্যক্ষ মো. সাইফুল আজম খান প্রধান অতিথি, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম বিশেষ সম্মানিত অতিথি এবং সঞ্জীব কুমার গোস্বামী উপজেলা কৃষি অফিসার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক পেঁয়াজচাষিদের মধ্যে পেঁয়াজের বীজ ও আমগাছের চারা বিতরণ করেন। এ সময় এনসিসি ব্যাংক সিআরএম ডিভিশন'র এসভিপি মুহাম্মদ শাহিদুল ইসলাম, উত্তর অঞ্চলের অঞ্চলপ্রধান মো. ওমর শরীফ ও পাবনা শাখার ব্যবস্থাপক মো. কামরুজ্জামান কামরুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি