শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হলেন মো. হানিফ মিয়া

  ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০
কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হলেন মো. হানিফ মিয়া

কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া। অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৫ অক্টোবর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে তিন বছরের জন্য পরিচালক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়।

মো. হানিফ বাংলাদেশ ব্যাংকে ২০ আগস্ট ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৯ মাস বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তাকে বাংলাদেশ ব্যাংক, বরিশাল কার্যালয়ে পদায়ন করা হয় যেখানে তিনি ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট এবং স্টাফ সেকশনে কাজ করেন। এরপর তিনি প্রধান কার্যালয়ে ১৯৯৯ সালে এগ্রিকালচার ক্রেডিট ইনস্পেকশন ডিপার্টমেন্টে যোগদান করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের ইন্টারনাল অডিট এন্ড ইনস্পেকশন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব ফিনান্সিয়াল ইনস্টিটিউশন (ডিএফআই), ইকু্যয়িটি এন্ড এন্টারপ্রেনারশিপ ফান্ড ইউনিট (ইইএফইউ)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে জেনারেল ম্যানেজার (জিএম) পদে পদোন্নতি পান এবং ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (আইএসএমডি) ও বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসে কাজ করেন। তিনি ৮ জুলাই, ২০২৪ সাল থেকে ইইঞঅ-এর নির্বাহী পরিচালক (ঊউ) হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিয়ে তিনি নভেম্বর ২০০৫ হতে থেকে মার্চ ২০২০ পর্যন্ত কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (৭টি বিশ্ববিদ্যালয় এবং একটি ইনস্টিটিউট) শিক্ষক হিসেবে কাজ করেছেন। যেখানে তিনি সান্ধ্যকালীন এমবিএ/ইএমবিএ গ্রোগ্রামে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এন্ড মার্কেট, ফিনান্সিয়্যাল ম্যানেজমেন্ট, মানি এন্ড ব্যাংকিং এবং ফিন্যান্সিয়াল এন্ড ব্যাংকিং-এর মতো বিভিন্ন বিষয়ে পাঠদান করেন। হানিফ ১৯৬৯ সালের ২৫ মার্চ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এপস্নাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর ও নর্দার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ হতে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি আইবিবি হতে ব্যাংকিং ডিপেস্নামা (ডিএআইবিবি) সম্পন্ন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে