শাহ্জালাল ইসলামী ব্যাংকের পান্থপথ শাখায় নারী উদ্যোক্তাদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচি
প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি'র করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের সহায়তায় ব্যাংকের পান্থপথ শাখা ১৫ অক্টোবর শাখা প্রাঙ্গণে সিএমএসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়নে এক আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এমএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থনৈতিক উন্নয়নে ও জিডিপিতে নারীদের অবদানের কথা উলেস্নখ করে এসএমই বিনিয়োগের ওপর জোর দেন। নারীদের আর্থিক স্বাধীনতা এবং উদ্যোক্তা হওয়ার গুরুত্ব তুলে ধরে দৃঢ় সংকল্প ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিম এবং ব্যাংকের পান্থপথ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ নুরন্নবীসহ শাখার ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি