শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

চীনের ক্যান্টন ফেয়ারে ওয়ালটন পণ্য প্রদর্শন শুরু

নিজস্ব প্রতিবেদক
  ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০
চীনের ক্যান্টন ফেয়ারে ওয়ালটন পণ্য প্রদর্শন শুরু

শুরু হয়েছে বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো 'চায়না আমদানি ও রপ্তানি মেলা' বা ক্যান্টন ফেয়ার। ১৫ অক্টোবর থেকে চীনের ঐতিহ্যবাহী এবং মর্যাদাপূর্ণ এই ট্রেড শোতে বিশ্বের সর্বাধুনিক এআই বেজড স্মার্ট প্রযুক্তির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করছে গেস্নাবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।

তথ্যমতে, ক্যান্টন ফেয়ারের আন্তর্জাতিক অঙ্গনের ২.১ নাম্বার হলে স্থাপন করা হয়েছে ওয়ালটনের মেগা প্যাভিলিয়ন। যেখানে প্রদর্শন করা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের আন্তর্জাতিকমানের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যসমূহ। এর মধ্যে রয়েছে বিশ্বের লেটেস্ট প্রযুক্তিতে তৈরি ব্যাপক বিদু্যৎ সাশ্রয়ী অত্যাধুনিক ফিচারের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ফ্যান, ব্যাটারি, কম্পিউটার মনিটর, ল্যাপটপ, টিভি ও মোবাইলের মাদারবোর্ড বা পিসিবিএ ইত্যাদি। মেলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ফিচারযুক্ত নানান পণ্য প্রদর্শন করছে ওয়ালটন।

ওয়ালটন গেস্নাবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট এবং ক্যান্টন ফেয়ারে ওয়ালটন প্যাভিলিয়নের প্রধান সমন্বয়ক আব্দুর রউফ জানান, ক্যান্টন ফেয়ার হচ্ছে বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো। প্রতিবছর পৃথিবীর সব প্রান্ত থেকে কয়েক লাখ ব্যবসায়ী ক্যান্টন ফেয়ারে আসেন। এখানে বিশ্বের সেরা মান ও অত্যাধুনিক ফিচারের পণ্য নিয়েই হাজির হয়েছে ওয়ালটন। সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন উচ্চমানের পণ্য দিয়ে বিশ্বের যেকোনো ব্র্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আমরা।

ওয়ালটন গেস্নাবাল বিজনেস শাখার সূত্রমতে, ক্যান্টন ফেয়ারে এআইওটি ফিচারসমৃদ্ধ বিশ্বের সর্বোচ্চ নাইন ইন ওয়ান কনভার্টিবল মুডের ফোর-ডোর, এইট ইন ওয়ান কনভার্টিবল সাইড বাই সাইড ডোর, মাল্টি-কালার ডিজাইনের সাইড বাই সাইড রেফ্রিজারেটর, ইউরোপিয়ান ডিজাইনের কম্বি মডেলের রেফ্রিজারেটর ও ভার্টিকাল ফ্রিজার প্রদর্শন করছে ওয়ালটন। এআইওটি বেজড এই মডেলের ফ্রিজগুলো স্মার্টফোনের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পরিচালনা করা যাবে। এছাড়াও স্মার্ট কন্ট্রোল ফিচার থাকায় উপরের দরজায় হাতের স্পর্শের মাধ্যমেই ফ্রিজ নিয়ন্ত্রণ করা যায়। এর জন্য ফ্রিজের দরজা খোলার প্রয়োজন পড়ে না। ফলে ম্যাক্সিমাম কুলিং পারফরমেন্সের সঙ্গে হয় বিদু্যৎ সাশ্রয়। এসব মডেলের ফ্রিজের বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ওয়াটার ডিসপেন্সার।

এসব ফ্রিজ যেমন ব্যাপক বিদু্যৎ সাশ্রয়ী, তেমনি পরিবেশবান্ধবও। এসব ফ্রিজের কম্প্রেসারে ব্যবহার করা হয়েছে বিশ্ব স্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর৬০০এ গ্যাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে