রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

এমডি ছাড়াই চলছে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০
এমডি ছাড়াই চলছে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছাড়াই প্রায় এক মাস ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)।

এসব ব্যাংকের এমডিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করে গত ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়। জবাবে ব্যাংকগুলোর চেয়ারম্যানরা দ্রম্নত নতুন এমডি নিয়োগের জন্য অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত সোমবার (১৪ অক্টোবর) সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যান নজরুল হুদা অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। তারা যত দ্রম্নত সম্ভব এমডির শূন্য পদ পূরণের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে উপস্থিত একজন চেয়ারম্যান জানিয়েছেন, তারা আনুষ্ঠানিকভাবে নতুন এমডি নিয়োগের অনুরোধ করেছেন এবং অর্থ উপদেষ্টা তাদের আশ্বস্থ করেছেন যে, বিষয়টি বিবেচনা করা হবে।

১৯ সেপ্টেম্বরের চিঠির পর থেকে এমডিদের আনুষ্ঠানিকভাবে পদ থেকে অপসারণ করা হয়েছে। যার ফলে ব্যাংকগুলো তাদের শীর্ষ নির্বাহীদের ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে