রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

টি.কে. গ্রম্নপের পণ্য আমদানিতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের বাণিজ্যিক সমাধান

  ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০
টি.কে. গ্রম্নপের পণ্য আমদানিতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের বাণিজ্যিক সমাধান

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি টি.কে. গ্রম্নপের জন্য একটি ইউনিক স্ট্রাকচার্ড ট্রেড সলু্যশন বাস্তবায়ন করেছে, যার মাধ্যমে গ্রম্নপটি গুরুত্বপূর্ণ বিভিন্ন পণ্য প্রতিকূল বাজার অবস্থা অতিক্রম করে সহজে ও প্রতিযোগিতামূলক মূল্যে আমদানি করতে সক্ষম হবে। এ সমাধানটির মাধ্যমে পরিশোধিত, বিস্নচকৃত ও ঘ্রাণ মুক্ত (আরবিডি) পাম অয়েল; অপরিশোধিত সয়াবিন তেল (সিডিএসও); গম ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানি প্রক্রিয়া সহজ হবে।

এই উদ্ভাবনী কাঠামোগত বাণিজ্য সমাধান স্ট্যান্ডার্ড চার্টার্ডের শক্তিশালী আর্থিক ভিত্তি ও বিশেষ দক্ষতাকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে। এতে টি.কে. গ্রম্নপকে তাদের সাপস্নাই চেইন নির্বিঘ্নে পরিচালনা করতে সহায়তা করবে। এছাড়া ব্যাংকের বিস্তৃত নেটওয়ার্ক ও আধুনিক প্রযুক্তিগত পস্ন্যাটফর্মের সাহায্যে আমদানি অর্থায়ন প্রক্রিয়া আরও সহজ হবে যা বাজারের সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ বৃদ্ধি করবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান লুৎফুল আরেফিন খান বলেন, এমন একটি সমাধান তৈরির মাধ্যমে বাংলাদেশে টি.কে. গ্রম্নপের দীর্ঘস্থায়ী সাফল্যের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এটি কেবল তাদের আর্থিক প্রয়োজনই পূরণ করবে না বরং তাদের বাজারে চাহিদা অনুযায়ী যোগানের সক্ষমতা এবং সামগ্রিক সাপস্নাই চেইনের দক্ষতাও বাড়াবে। টি.কে. গ্রম্নপের জ্যেষ্ঠ পরিচালক তারিক আহমেদ বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সবসময়ই বিশ্বস্ত অংশীদার। তাদের উদ্ভাবনী পণ্য আমদানি সমাধান বাজারে বিদ্যমান এ ধরনের অন্যান্য পরিষেবা থেকে অনেক আধুনিক এবং আমরা এ থেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছি। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে