বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএলি) লজিস্টিক্স ও আন্তর্জাতিক শিপিং সেবা প্রদানকারী শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রতিষ্ঠান ডিএইচএলের 'গো-গ্রীন পস্নাস' উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো শিপিং সেবায় কার্বন নিঃসরণ হ্রাস করা। সোমবার রাজধানীর ইস্টার্র্ন ব্যাংক প্রধান কার্যালয়ে এতদসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মিয়ারুল হক। দেশের প্রথম বাণিজ্যিক ব্যাংক হিসেবে ইবিএল ডিএইচএলের এই পরিবেশবান্ধব কর্মসূচির সঙ্গে যুক্ত হলো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও এম. খোরশেদ আলম, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ প্রধান সাইফুল ইসলাম, এবং ডিএইচএলের জিএমএনসি কমার্শিয়াল বিভাগপ্রধান মো. হায়াতুজ্জামান খান প্রমুখ ছিলেন। বিজ্ঞপ্তি