মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

নতুন ওএমএস নীতিমালা জারি

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০
নতুন ওএমএস নীতিমালা জারি

অবশেষে অনিয়ম ও শর্ত ভঙ্গের জন্য ডিলারদের কঠোর শাস্তির ব্যবস্থা রেখে নতুন ওএমএস (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি) নীতিমালা জারি করল সরকার। সম্প্রতি এই 'ওএমএস-নীতিমালা-২০২৪' জারি করে খাদ্য মন্ত্রণালয়। এর আগে ২০১৫ সালের নীতিমালাটি বাতিল করা হয়েছিল। নতুন নীতিমালা অনুযায়ী, অনিয়মের জন্য ডিলারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা বিধান রাখা হয়েছে।

নতুন নীতিমালায় ডিলারদের যোগ্যতার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। নির্ধারণ করে দেওয়া হয়েছে লাইসেন্সের মেয়াদ। বাড়ানো হয়েছে ডিলারদের ফেরতযোগ্য জামানতের অর্থের পরিমাণ। এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান বলেন, 'নতুন নীতিমালার মাধ্যমে ওএমএস কার্যক্রমের যে ত্রম্নটি-বিচু্যতি ছিল, সেটি দূর হবে, শৃঙ্খলা জোরদার হবে।'

কোনো ডিলার একনাগাড়ে ১৫ দিন খাদ্যশস্য উত্তোলনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিল হবে এবং ওই ডিলারের বিপরীতে নতুন ডিলার নিয়োগের জন্য সুপারিশ করবে। নতুন ডিলার নিয়োগ না পাওয়া পর্যন্ত ওই ডিলার ওএমএসের কার্যক্রম পরিচালিত হবে। নতুন ওএমএস নীতিমালা-২০২৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে