৪টি নতুন এসএমই পণ্যসেবা চালু করল এনসিসি ব্যাংক

প্রকাশ | ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০

বিজ্ঞপ্তি
দেশের অর্থনীতিতে এসএমই খাতের গুরুত্ব ও অবদান বিবেচনা করে এবং সিএমএসএমই উদ্যোক্তাদের সহযোগিতার উদ্দেশ্যে আকর্ষণীয় সুদ হারে 'এনসিসি কমার্শিয়াল বিল্ডিং লোন', 'এনসিসি কমার্শিয়াল ভেহিক্যাল লোন', 'এনসিসি সাপস্নাই চেইন ফাইন্যান্স' এবং 'এনসিসি এসএমই বিজনেস অ্যাকাউন্ট' নামে নতুন ৪টি পণ্যসেবা চালু করেছে এনসিসি ব্যাংক। ঢাকাস্থ এনসিসি ব্যাংক ভবনে সম্প্রতি এসএমই রিলেশনশিপ ম্যানেজারদের এক সম্মেলনে এ পণ্যসেবার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শামসুল আরেফিন। এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালকরা মো. মাহবুব আলম, মো. রাফাত উলস্না খান, মো. মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও হেড অব স্ট্রেটেজি অ্যান্ড ইমার্জিং বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক, এসভিপি ও মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি এবং নারী ব্যাংকিং ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট প্রধান নিগাত মমতাজ, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং হেড অব সিআরএম-সিএমএসএমই মো. সোলায়মান-আল-রাজীসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি