বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দুই টিমের অভিযান

যাযাদি ডেস্ক
  ১২ অক্টোবর ২০২৪, ০০:০০
বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দুই টিমের অভিযান

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি টিম রাজধানীর দুই কাঁচাবাজার তদারকি করেছে। শুক্রবার তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় ?

সকালে রাজধানীর মিরপুরে শাহ্‌আলী সিটি কর্পোরেশন মার্কেট কাঁচাবাজার ও শনিরআখড়া কাঁচাবাজারে তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

শাহ্‌আলী সিটি কর্পোরেশন মার্কেট কাঁচাবাজার তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফুয়ারা খাতুন। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, আলু, ডিম, সবজি ও মুরগির বাজারে তদারকি করা হয়। মূল্য তালিকা হালনাগাদ করাসহ সকল পণ্য ক্রয়ের ও বিক্রয়ের রশিদ যাচাই করেন তারা।

এছাড়াও মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়। অপরদিকে রাজধানীর শনিরআখড়ার কাঁচাবাজারেও নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় ও বিক্রি মূল্য যাচাই করা হয়। এ অভিযানে বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে