শ্রীলংকায় যাচ্ছে পোশাকের কার্যাদেশ

প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য রিপোর্ট
দেশের কয়েকটি পোশাক কারখানায় সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে পোশাকের কিছু কার্যাদেশ অন্য দেশে চলে গেছে। বিশেষ করে শ্রীলংকায় যাচ্ছে বেশিরভাগ কার্যাদেশ। বুধবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে সংগঠনের সদস্যদের সঙ্গে আলাপকালে পোশাক রপ্তানিকারক ও স্কয়ার গ্রম্নপের প্রধান নির্বাহী তপন চৌধুরী এ কথা জানান। তিনি বলেন, 'কয়েকটি শীর্ষ পোশাক ব্র্যান্ড কাজের একটি অংশ অন্যান্য দেশে, বিশেষ করে শ্রীলংকায় দিয়েছে। বিদেশি ক্রেতারা অনিশ্চয়তা এড়াতে ও পণ্যের সময়মতো সরবরাহ নিশ্চিত করতে চান। আশা করা হচ্ছে, স্বাভাবিক অবস্থা ফিরলে কয়েকটি কার্যাদেশ আবার দেশের ফিরে আসবে।' তার দৃষ্টিতে, অন্তর্বর্তী সরকার গঠনের প্রনগুলোর তুলনায় এখন পোশাক কারখানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তপন চৌধুরী বলেন, 'স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় যাওয়া স্থগিত করা উচিত। কারণ অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা হঠাৎ কমে গেলে ব্যবসায় সংকট হতে পারে। তিনি আরও বলেন, 'মুন্সীগঞ্জের গজারিয়ায় অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) ইন্ডাস্ট্রিয়াল পার্কে গ্যাস সংযোগ না থাকায় কারখানা স্থাপনের পরিকল্পনা বিনিযোগকারীরা পিছিয়ে দিয়েছেন। ভবিষ্যতে ভালো সুযোগ পেলে স্কয়ার গ্রম্নপ পুঁজিবাজারে আরও প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করবে।