'জেড' ক্যাটাগরি সংশ্লিষ্ট আইন সংস্কারের দাবি বিনিয়োগকারীদের
প্রকাশ | ১০ অক্টোবর ২০২৪, ০০:০০
অর্থ-বাণিজ্য রিপোর্ট
'জেড' ক্যাটাগরি সংশ্লিষ্ট আইনের সংস্কার চেয়েছেন বিনিয়োগকারীরা। বুধবার 'বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ'-এর সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে অনুষ্ঠিত উক্ত বৈঠকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একইসঙ্গে বিএসইসির মুখপাত্র এবং নির্বাহী পরিচালক, পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের প্রতিনিধিরা এবং বিএসইসির কর্মকর্তারা পুঁজিবাজারের সাম্প্রতিক অবস্থা এবং বাজারের সংস্কারের নানা বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সঙ্গে বিনিয়োগকারীদের বিভিন্ন দাবিসমূহ নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিনিয়োগকারীরা পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশের জন্য তাদের সুপারিশ তুলে ধরেন। সর্বোপরি কমিশনের সঙ্গে বিনিয়োগকারীদের শীর্ষ সংগঠন 'বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ' বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়।
সভায় বিনিয়োগকারীরা অন্যান্যের মধ্যে পুঁজিবাজারের 'জেড' ক্যাটাগরি সংশ্লিষ্ট নিয়ম-কানুনের সংস্কার এবং লভ্যাংশ না দেওয়াসহ নন-কমপস্নায়েন্সের ফলে 'জে'-এ প্রেরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানি ও তার কর্তাব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সশরীরে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার নিয়ম পুনর্বহাল করা, বাজারে বিনিয়োগবান্ধব পরিবেশ আনয়ন ও বিনিয়োগকারীবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে বিদ্যমান পরিস্থিতি ও সময় বিবেচনায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করার সুপারিশ করেন।
এছাড়া পুঁজিবাজারে কোম্পানির স্পন্সর বা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণের নিয়ম যথাযথ পরিপালন নিশ্চিতকরণ, শেয়ার বাইব্যাক আইনের বিষয়ে কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, বাংলাদেশে ইনভেস্টমেন্ট ব্যাংকের মতো আরও প্রতিষ্ঠান সৃষ্টি ও আনয়নের পদক্ষেপ গ্রহণ, বাজারে সিএমএসএফ-এর ফান্ড হতে বিনিয়োগ বা পুঁজির আনয়ন করার সুপারিশ তুলে ধরেন তারা।
পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে পুঁজিবাজারে উন্নয়নে ইতিবাচক প্রচার নিশ্চিত করতে হবে এবং বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বিএসইসির ইতিবাচক বার্তা প্রদানের কথা বলেন।