বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে পদত্যাগ করার জন্য ৫ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল বিনিয়োগকারীরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের কোনো খবর না পাওয়ায় ফের মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন বিনিয়োগকারীরা।
এরই ধারাবাহিকতায় রোববার দুপুর ১২টা থেকে বিএসইসির সামনে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীরা। তবে বিএসইসিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় বিএসইসিতে পুলিশ, কোস্টগার্ড ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
এর আগে সকালে বেশকিছু বিনিয়োগকারী বিএসইসির সামনে অবস্থান করেন। সে সময় বিএসইসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধে তারা বৈঠকে বসেন। তবে বৈঠকে বিএসইসির কর্মকর্তারা বিভিন্ন প্রশ্নে যথাযথ উত্তর দিতে না পারায় আবার মানববন্ধন ও বিক্ষোভ-কর্মসূচির ডাক দিয়েছেন বিনিয়োগকারী।