বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

অব্যাহত রয়েছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
অব্যাহত রয়েছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি

ওপেকভুক্ত দেশগুলোয় গত মাসে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমেছে। বৃহস্পতিবার প্রকাশিত রয়টার্সের এক জরিপে দেখা গেছে, ওপেকভুক্ত (পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা) দেশগুলো সেপ্টেম্বরে দৈনিক গড়ে মোট ২ কোটি ৬১ লাখ ৪০ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করেছে, যা আগস্টের তুলনায় দৈনিক গড়ে ৩ লাখ ৯০ হাজার ব্যারেল কম।

এ সময় লিবিয়া থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা দেশগুলোর জ্বালানি তেল উত্তোলন কমার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এছাড়া গত মাসে ইরাক ওপেক পস্নাসের বেঁধে দেওয়া কোটা পূরণে জ্বালানি তেল উত্তোলন আগের তুলনায় কিছুটা কমিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্বের জেরে লিবিয়া থেকে রপ্তানি কমে গিয়েছিল। যদিও পরবর্তী সময়ে তা মীমাংসা হওয়ায় দেশটির ন্যাশনাল অয়েল কোম্পানি জ্বালানি তেল ক্ষেত্রগুলোয় ফোর্স ম্যাজিউর তুলে নেয়। লিবিয়া সরকারের বৃহস্পতিবারের ঘোষণা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব নিয়ে বিরোধ সমাধানের পর সব জ্বালানি তেলক্ষেত্র ও রপ্তানি টার্মিনাল পুনরায় খুলছে। 'ফোর্স ম্যাজিউর' হলো এমন 'অপ্রত্যাশিত পরিস্থিতি' যখন কোনো কারণে জ্বালানি তেল ক্ষেত্রগুলোয় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে