শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

বিদেশি বিমান কোম্পানির গ্যারান্টি সেবা শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
বিদেশি বিমান কোম্পানির গ্যারান্টি সেবা শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক

বিদেশি উড়োজাহাজ কোম্পানির গ্যারান্টি সেবা শিথিল করল বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলো নিজেই প্রক্রিয়া মেনে এ সেবা দিতে পারবে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে না। বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। ফলে নিয়ম মেনে এখন থেকে সহজেই অর্থ পাওয়ার প্রতিশ্রম্নতি বা গ্যারান্টি পাবে দেশে কর্মরত বিদেশি উড়োজাহাজ ও শিপিং কোম্পানিগুলো।

কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের বৈদেশিক মুদ্রায় লেনদেনকারী শাখাগুলো উড়োজাহাজ বা শিপিং কোম্পানির এজেন্টদের পক্ষে উড়োজাহাজ বা শিপিং কোম্পানিকে গ্যারান্টি দিতে পারবে। এজন্য বেশকিছু নিয়ম মানতে হবে। ঋণ ও ঋণসুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের যেসব নিয়ম রয়েছে, তা অবশ্যই মানতে হবে। একক ঋণগ্রহীতা সীমা, ঋণ নীতিমালা মেনে চলতে হবে। যে পরিমাণ গ্যারান্টি সুবিধা দেওয়া হবে, তার বিপরীতে পর্যাপ্ত জামানত থাকতে হবে। এ সীমা ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হতে হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, উড়োজাহাজ কোম্পানিগুলো তাদের টিকিট বিক্রির টাকা ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। এজন্য গ্যারান্টি সুবিধা আরো শিথিল করা হলো। আগে গ্যারান্টি পেতে বিলম্ব হওয়ায় দেশের প্রতি আস্থা কমে আসছিল বিদেশী উড়োজাহাজ কোম্পানিগুলোর।

প্রসঙ্গত, ডলার সংকটের কারণে অনেক দিন ধরেই বিদেশি কয়েকটি উড়োজাহাজ কোম্পানি বাংলাদেশ থেকে তাদের টিকিট বিক্রির অর্থ নিতে পারছে না। গত জুনে বিশ্বের বিমান পরিবহণ কোম্পানিগুলোর সমিতি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) এক প্রতিবেদনে জানিয়েছিল, বিদেশি এয়ারলাইনগুলোর ৩২ কোটি ডলার অর্থ বাংলাদেশে আটকে আছে। বর্তমানে বাংলাদেশে ২৮টি বিদেশি উড়োজাহাজ কোম্পানি ফ্লাইট পরিচালনা করছে। আরও এক ডজন কোম্পানি বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অপেক্ষায় আছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে